ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। শুক্রবার দুপুরে ওই কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তির্ন অঞ্চলে। ভূমিকম্পের জেরে কম্পনের মাত্রা ছিল ৩.৮। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, এদিন বেলা ৩টা ৪ মিনিট নাগাদ হটাৎই ভূমিকম্প অনুভূত হয়। যদিও এখনও পর্যন্ত কম্পনে কোনও হতাহতের খবর জানা যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলা। কম্পন অনুভূত হয়েছে অরুণাচল প্রদেশ ও অসমেও। অরুণাচল প্রদেশে কম্পনের মাত্রা ছিল ৫.৯।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন