আজ অনশনের অষ্টম দিন ! সকাল সাড়ে দশটা নাগাদ প্রাথমিক শিক্ষকদের অনশনমঞ্চে উপস্থিত হয়ে সরকারকে তীব্র নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ! তিনি বললেন "অমানবিক সরকার, এ রাজ্যের শিক্ষক রা সুখে নেই, যাদের আজ স্কুলে থাকার কথা, তারা রাস্তায় পরে আছে এই সরকারের জন্য ! তিনি আরও বলেন দেশের অন্যান্য রাজ্য দিতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষকদের ন্যায্য বেতন দিতে আপত্তি কোথায় !
তিনি বলেছেন শিক্ষকদের ন্যায্য বেতন না দিয়ে এই সরকার উৎসব -মেলা -দান করছে শুধু !আর শিক্ষক রা আন্দোলন করলে তাঁদের দূরে বদলি করে দিচ্ছে ! অবিলম্বে শিক্ষক দের সাথে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দেখা করা উচিৎ বলে তিনি মনে করেন ! তিনি চান প্রাথমিক শিক্ষক দের বেতন বঞ্চনা খুব তাড়াতাড়ি মিটুক!"
অপরদিকে প্রাথমিক শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন তিনি তাঁদের আন্দোলন কে সমর্থন করছেন ! তিনি সর্বদা তাঁদের পাশে থাকবেন ! অনশন মঞ্চে দিলীপ ঘোষ কে পাশে পেয়ে অনশন কারী সহ আন্দোলনের সাথে যুক্ত শিক্ষকরা মনোবল বাড়ার কথা জানান !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন