শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

আজ অনশনের সপ্তমদিন, দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় শিক্ষক আন্দোলন !

ইতিহাস বলছে এটাই পশ্চিমবঙ্গ তথা দেশের সবচেয়ে বড় শিক্ষক আন্দোলন ! অনশনের সপ্তম দিনেও নিজেদের দাবিতে অনড় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা ! এখনও প্রশাসন তাঁদের পাশে এসে দাঁড়ায়নি ! তবে তাঁদের দাবিকে সমর্থন করে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ও রাজনৈতিক ব্যক্তিত্বরা, যেমন অনুপম হাজরা, সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান, মন্দাক্রাতা সেন, শঙ্খ ঘোষ, সমীর আইচ, সব্যসাচী প্রমুখ.. গোটা শিক্ষক কুল এখন অপেক্ষা করে আছে সরকারের ঘুম কবে ভাঙে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন