81 বছর বয়সে প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী শীলা দীক্ষিত। স্বল্পকালীন রোগভোগের পরই প্রাণ হারান তিনি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে তাঁর মৃত্যুর কথা প্রকাশ্যে এসেছে।
জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম স্তম্ভ ছিলেন শীলা দীক্ষিত। ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনবার মুখ্যমন্ত্রী টানা ১৫ বছর দিল্লি শাসন করেন তিনি। দিল্লি কংগ্রেসের চেয়ারম্যানও ছিলেন শীলা দীক্ষিত। বিগত কয়েকদিন যাবত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। দিনকয়েক আগেই শেষ হওয়া লোকসভা ভোটে দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু বিশেষ সফলতা আসেনি। তারপর থেকেই গুটিয়ে রেখেছিলেন নিজেকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে দিনকয়েক আগেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেখানে ক্রমশ তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ে। এদিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দিল্লির ফোর্টিস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট হয় শীলা দীক্ষিতের। সঙ্গে সঙ্গে তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়। বিকেল ৩টে ৫৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পূর্বসূরির দেহত্যাগের খবর পেয়ে টুইট করেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লেখেন, ‘এই মাত্র শীলা দীক্ষিতজির চলে যাওয়ার হৃদয় বিদারক খবর পেলাম। দিল্লির বড় ক্ষতি হয়ে গেল, ওনার অবদান ভুলে যাওয়ার নয়। ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন